মমতা সরকারের ভুলভ্রান্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
বাংলা এবার গর্জে উঠছে
২০ লক্ষেরও বেশি সমস্যা-অভিযোগ জমা পড়েছে এবং আরও আসছে
ওয়েবসাইট ৫.৫ লক্ষের বেশি
মিসড কল ১০ লক্ষের বেশি
এসএমএস ২ লক্ষের বেশি
হোয়াটসঅ্যাপ ২.৫ লক্ষের বেশি
ভিডিও গ্যালারি
অভিযোগপত্র
কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রদানের জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের কাছ থেকে কাট-মানি আদায় করে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের আওতায় এলপিজি সংযোগ পাওয়ার জন্য আমার স্ত্রী কে ৫০০ টাকা দিতে হয়েছে। এই ধরণের ঘটনা শুধুমাত্র পশ্চিমঙ্গেই ঘটে থাকে
-গৌতম রায়, হুগলি
তৃণমূল কংগ্রেস সরকার গুন্ডাদের দ্বারা শাসিত হয়। এখানে তারা যা বলবে তাই করতে হয়। তারা জনগণের জন্য কাজ করে না , কাজ করে টাকার জন্য
- ভবেশ চৌধুরী,চাটপাড়া
তৃণমূল কংগ্রেস এমন একটি পক্ষপাতদুষ্ট দল, যা সংখ্যালঘুদের তুষ্টিকরণের রাজনীতিকে মেনে চলে।আমরা বাংলায় পরিবর্তন চাই
- শম্পা সেন, হলদিয়া
কলকাতায় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য উপযুক্ত কর্মসংস্থান নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তথ্যপ্রযুক্তি শিল্পকে বাংলা থেকে বিতাড়িত করেছেন। আমাদের জন্য একমাত্র বিকল্প হলো অন্য রাজ্যে চলে যাওয়া
- মৌমিতা সেনগুপ্ত, বেহালা।
তৃণমূল কংগ্রেস যেভাবে বাংলার জনগণকে লুন্ঠন করার কাজে লিপ্ত হয়েছে, তা একেবারেই গ্রহণযোগ্য নয়। এখানে প্রকৃত গণতন্ত্রের অভাব রয়েছে। আমরা প্রতিনিয়ত বিজেপিকে সমর্থন করার জন্য হুমকির সম্মুখীন হচ্ছি।এটা চলতে দেওয়া যেতে পারেনা
- নীলার্ক রায়,মালদহ
বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস সি.এ.এ আর এন.আর.সি সম্পর্কে বিভ্রান্ত করেছে। তারা নিম্নমানের ভোট ব্যাংক রাজনীতির মাধ্যমে আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করে চলেছে।
- লব বিশ্বাস, নদীয়া।
তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডাদের দ্বারা আমাদের এলাকার যুবতীরা প্রতিনিয়ত শ্লীলতাহানি এবং হয়রানির শিকার হচ্ছে। আমি আমার নিজের মেয়েকে সন্ধে ৭টার পরে বাড়ির বাইরে বেরোতে দেওয়া থেকে বিরত রাখি। আমি এমন একটি সরকার চাই যা আমার মেয়ের নিরাপত্তা সুনিশ্চিত করবে
- শিল্পী দাশগুপ্ত, বাগনান।
মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জনগণের সাথে বিমাতৃসুলভ আচরণ করেন। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম অত্যাবশ্যকীয় পণ্যের জন্য যথেষ্ট সংগ্রাম করতে হয় উপরন্তু তৃণমূলের তরফ থেকে তারা কোনো সুযোগ সুবিধা পাননা।
- ক্ষুদিরাম বড়ুয়া, জলপাইগুড়ি
দয়া করে সিঙ্গুরের কৃষকদের জন্য একটু চিন্তাভাবনা করুন। এই কৃষকদের পক্ষে চাষাবাদ করা সম্ভব হচ্ছে না এবং তারা এই জমি বিক্রিও করে দিতে পারছেন না। তারা প্রতারিত হয়েছেন এবং সেই কারণে ফাঁপরে পড়েছেন।
- বাবলু মন্ডল, ডানকুনি
দিদি, আমাদের রাজ্যে কোন কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি কার্যকর হয়নি কেন ? কেন্দ্রীয় সরকারের সকল প্রকল্পের সুবিধা থেকে কেন বাংলার জনগণ বঞ্চিত হবেন ? দয়া করে তা বলুন, দিদি
- রহিম হুসেন , যাদবপুর
বিজেপির সমর্থনে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডারা আমার মারাত্মক পরিণতির হুমকি দিচ্ছে। আমি এবং আমার পরিবার প্রতিনিয়ত ভীত সন্ত্রস্ত হয়ে দিনযাপন করছি
- সুদীপ দাস, নরেন্দ্রপুর
আমার এলাকায় সম্পূর্ণ অরাজকতা চলছে। অপরাধীরা প্রকাশ্যে ঘোরাঘুরি করায়, দিনের বেলাতেও বেরোতে আমাদের ভয় লাগে। দয়া করে আমাদের জন্য সুরক্ষা সুনিশ্চিত করুন যাতে আমরা তৃণমূল কংগ্রেস সরকারকে চিরতরে বহিস্কৃত করতে পারি
- অরিন্দম সরকার, মুর্শিদাবাদ
ফিনান্সে এমবিএ ডিগ্রি এবং জি এস টি ও তার পাশাপাশি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিষয়ে সম্যক জ্ঞান থাকা সত্বেও সরকারি চাকরি পাওয়ার জন্য আমি নির্বাচিত হয়নি অথচ তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদের পছন্দের লোকেদের সরকারি চাকরির জন্য মনোনীত করেন
- উদয় সেনগুপ্ত, মধ্যমগ্রাম
আমি একজন সামান্য দিনমজুর হওয়া সত্বেও তৃণমূলের কংগ্রেস দুষ্কৃতীরা আমার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা দেওয়ার জন্য প্রতিনিয়ত কাট-মানি নিয়ে থাকে। এছাড়াও, দিদি এই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু করতে দেননি। আমরা বিজেপি কে ক্ষমতায় দেখতে চাই
- শোভন মাঝি, গাইঘাটা
আমাদের এলাকায় যে একটি বড় মাপের শিশু পাচার চক্র সক্রিয় সেই ব্যাপারে স্থানীয় পুলিশ ভালোভাবেই অবহিত।কিন্তু পুলিশ এই ব্যাপারে না কোনোরকম আইনানুগ ব্যবস্থা নেয়, না তারা, যারা যারা নিখোঁজ হচ্ছে তাদের নিরুদ্দেশ তালিকাভুক্ত করে। আমরা একটি শক্তিশালী ও প্রকৃত সাহায্যকারী পুলিশ বাহিনী চাই।